মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ‘স্বাধীনতা উৎসব’র আয়োজন করেছে ‘খুলনা অনলাইন সেলার’ নামের ফেসবুক গ্রুপ। তিনদিন ব্যাপী এ উৎসবটি ৩, ৪ ও ৫ মার্চ সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে হোটেল রয়্যালে।
করোনা পরিস্থিতির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি পালনের মাধ্যমে বর্ণাঢ্য এ উৎসবকে ঘিরে প্রস্তুতি চলছে জোরেশোরে। মহান স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষনকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমধর্মী আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির এ্যাডমিন লিন্ডা ফাতেমা-তুজ জোহরার।
তিনি জানান, মহান স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষনটিকে স্মরণীয় করে রাখতে খুলনার শ্রেষ্ঠ সব নারী উদ্যোক্তাদের নিয়ে এ উৎসবের আয়োজন করছি ‘খুলনা অনলাইন সেলারস’। নগরীর হোটেল রয়্যালে জমজমাট আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে। এখানে স্বাস্থ্যবিধি মেনে একত্রে নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীকে প্রবেশ করতে পারবেন।