দেশজুড়ে চলমান অস্থিরতার বিরুদ্ধে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ডিবেটিং ক্লাব, খুলনা “মৌন প্রতিবাদ” কার্যক্রম গ্রহণ করেছে। ডিবেটিং ক্লাবের নিয়মিত বিতর্ক সেশন শেষে কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল এবং আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজনে বক্তব্য রাখেন আইসিটি এর প্রভাষক জনাব রকিবুল আনাম। তিনি বলেন, “চলমান পরিস্থিতিতে আমাদের সচেতন হতে হবে। অনলাইনে কোন প্রকার তথ্য শেয়ার করার পূর্বে এর সত্যতা নিশ্চিত করতে হবে। যারা গুজব এবং অসহিষ্ণুতা ছড়ায় সকলে মিলে এদের প্রতিহত করতে হবে।”
ডিবেটিং ক্লাবের সভাপতি মোঃ ইমরান জাহান আরাফাত এর সভাপতিত্বে আয়োজনে আরো বক্তব্য রাখেন ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক আসিফুজ্জামান সমুদ্র, সেশন সমন্বয়ক আতশ ঘোষ এবং উপস্থিত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি তাসমিয়া রশিদ নওরীন। আমরা সকলে বাংলাদেশী এবং সবার উপরে মানুষ, তাই সহিংসতা প্রতিরোধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। উপস্থিত সকলে ধর্মীয় সম্পৃতি বজায় রাখা এবং সহিংসতা প্রতিরোধে কাজ করার অঙ্গীকার করে। আয়োজনে সার্বিক সহযোগিতা করে কলেজের ইংরেজি ৪র্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ।