চ্যানেল খুলনা ডেস্কঃ দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা সিমেন্টের আয়োজনে খুলনায় স্থাপনা নির্মাণে সচেতনতা বৃদ্ধিতে “আমার বাড়ি, আমার নিরাপত্তা” শীর্ষক এক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় খুলনা ক্লাবে অয়োজিত এ কর্মশালায় ৫০ জন স্থানীয় বাড়িওয়ালা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ কৌশল, স্থাপনায় তথা বসতবাড়িতে অগ্নিনির্বাপণ, ভূমিকম্প প্রতি ব্যবস্থা ও ভূমিকম্প পরবর্তী করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করা হয়।
মেসার্স আব্দুল রাজ্জাক আজিজ প্রোপ্রাইটার মো. আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী হামিদুল বারী, খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. রাশেদুল ইসলাম, স্থানীয় সুপরিচিত স্থপতি এবং প্রকৌশলীরা। বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার আবুল হাসান।
বক্তারা বলেন, ধারাবাহিক গুণগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড , মেট্রো রেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রােড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মত বড় স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।
অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের এজিএম জিয়ারুল ইসলাম, খুলনা ডিভিশনের ডি এস আই মো. হাফিজুর রহমান, ডেপুটি ম্যানেজার মো সোহরাব হোসেন, খুলনা এরিয়ার এ এস এম মীর গাজ্জালী আহমেদ, ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার আবুল হাসান ও বসুন্ধরা সিমেন্টের টেকনিক্যাল সাপোর্টসহ অন্যান্য কর্মকর্তারা।