দেশব্যাপী করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ চলছে। সমগ্র দেশের ন্যায় খুলনা জেলাতেও সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকল্পে আজ সোমবার সকাল থেকেই মহানগরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দের এবং উপজেলায় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-গণের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
খুলনা মহানগরী ও উপজেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও কঠোর বিধি নিষেধ নিশ্চিতকরতে দুপুর ২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে মহানগরে মোট ১৭টি মামলায় ১৭ জনকে ১৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনীসহ সকল সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছে।