বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় মৎস্যবীজ উৎপাদন খামার, গল্লামারী, খুলনায় খুলনা জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে মৎস্যসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাকা হতে জুমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খঃ মাহবুবুল হক। মৎস্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকতাগন এ সময় সংযুক্ত ছিলেন। মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের উপপরিচালক মোঃ তোফাজউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গণশুনানিতে সভাপতিত্ব করেন জয়দেব পাল, জেলা মৎস্য অফিসার, খুলনা। খুলনা জেলার ৯ টি উপজেলার মৎস্যচাষি, মৎস্যজীবী, ডিপো মালিক, আড়তদার, খাদ্য বিক্রেতা, বরফকল মালিক, উদ্যোক্তাসহ অন্যান্য সুফলভোগী এ সময় উপস্থিত থেকে তাদের দাবী পেশ করেন। মাঠ পর্যায়ের চাষিরাও জুমে যুক্ত হয়ে তাদের অভিযোগ ও দাবী তুলে ধরেন। সরকারি সেবায় জবাবদিহিতা বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন এ খাতের সংশ্লিষ্টরা।