তানিশা আবাসিক প্রকল্পের সহযোগিতা ও ইউনিটি ক্রিকেট একাডেমীর আয়োজনে খুলনায় শুরু হয়েছে দ্বিতীয় শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। খালিশপুর প্রভাতি স্কুল মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
ইউনিটি ক্রিকেট একাডেমীর সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, কেসিসি প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশীদ আহম্মেদ টোনা, ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন, মহানগর যুবলীগের আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির, সংরক্ষিত কাউন্সিলর পারভীন আক্তার। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন হাফিজুর রহমান মিলন ও নিয়াজ মোর্শেদ পল্টু।
মোট ৪৮টি দল এ টুর্নামেন্টে নক আউট পদ্ধতিতে অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাবেক ক্রিকেটারদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ। আজ থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টের খেলা।