সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় শ্রমিক নেতা মোতাহার উদ্দিনের দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

খুলনায় শ্রমিক নেতা মোতাহার উদ্দিনের দাফন সম্পন্ন

জাতীয় পাটকল শ্রমিক লীগের সভাপতি, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সহসভাপতি ও প্লাটিনাম জুট মিল সিবিএ’র সাবেক সভাপতি সর্দার মোতাহার উদ্দিনের দাফন বুধবার (৬ জানুয়ারি) বিকেলে সম্পন্ন হয়েছে। খুলনার খালিশপুর প্লাটিনাম জুট মিল কলোনী ফুটবল মাঠে তাঁর জানাজা শেষে নগরীর গোয়ালখালী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শ্রমিক লীগের এই নেতা। তবে সকালে নাস্তার জন্য ডাকতে গিয়ে দেখেন ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্দার মোতাহার উদ্দিনের জানাজায় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পদক এম ডি এ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান, মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মো. আশরাফুল ইসলাম, শেখ ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা আলমগীর কবির, শেখ মো. ফারুক হোসেন হিটলু, মোজাম্মেল হক হাওলাদার, শেখ মোশাররফ হোসেন, শেখ সৈয়দ আলী, একেএম সানাউল্লাহ নান্নু, মনিরুল ইসলাম বাশার, শহিদুল ইসলাম বন্দ, মো. মোতালেব হোসেন, রনজিৎ কুমার ঘোষ, কাউন্সিলর মো. আব্দুস সালাম, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর মো. কবির হোসেন কবু মোল্লা, কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহেম্মদ প্রিন্স, কাউন্সিলর মো. সুলতান মাহমুদ, কাউন্সিলর মো. ডালিম হাওলাদার, কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর মো. মনিরুজ্জামান, কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ টোনা, মো. জাকির হোসেন, মোর্শেদ আহমেদ মনি, মোস্তাফিজুর রহমান, কাজি তালাত হোসেন কাউট, কাজি এ নায়েত হোসেন, কাজি সাফায়েত হোসেন প্যারেট সিবিএ ও নন সিবিএ সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন ও খালিশপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সরদার মোতাহার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।

অনুরুপভাবে শোক বিবৃতি দিয়েছেন বাগেরহাট-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

এছাড়া সরদার মোতাহার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা উন্নয়ন ফোরাম নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।