সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদন্ড | চ্যানেল খুলনা

খুলনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদন্ড

খুলনার সোনাডাঙ্গার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামল‌য় ৬ জনকে মৃত্যুদন্ড দি‌য়ে‌ছেন আদালত। একই স‌ঙ্গে তা‌দের ২০ হাজার টাকা করে জ‌রিমানা দেওয়া হ‌য়ে‌ছে। এছাড়া চারজনকে ৮ বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) খুলনার নারী ও শিশু নির্যাতন দমনন ট্রাইব‌্যুনাল-৩ এর বিচারক আঃ ছালাম খান এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদালতের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী স্পেশাল (পি‌পি) ফ‌রিদ আহ‌মেদ।
মৃত‌্যুদন্ড প্রাপ্তরা হ‌লেন, মোর‌শেদুল ইসলাম শান্ত ওর‌ফে শান্ত বিশ্বাস (পলাতক), শেখ শাহাদাত হো‌সেন (পলাতক), মোঃ রা‌ব্বি হাসান পরশ, মোাঃ মাহামুদ হাসান আকাশ, কজী আ‌রিফুল ইসলাম প্রীতম (পলাতক) ও মোঃ মিম হো‌সেন।
এছাড়া এ মামলার অপর চারজন আসা‌মি অপ্রাপ্ত বয়স হওয়ায় তা‌দেরকে ৮ বছ‌রের কারাদন্ড দি‌য়ে‌ছেন আদালত। তারা হ‌লেন, নুরুন্নবী আহমেদ, মঈন হো‌সেন হৃদয়, মোঃ সৌরব শেখ ও মোঃ জিহাদুল ক‌বির দিহান। এছাড়া পর্ণগ্রাফী আই‌নে আসা‌মি নুরুন্নবী‌ আহমেদকে আরও ৩ বছ‌রের কারাদন্ড দেওয়া হ‌য়ে‌ছে।
মামলার এজহা‌রে ব‌র্ণিত সূত্রে জানা গেছে, ঘটনার দুই‌দিন আ‌গে আসা‌মি মোরশেদুল ইসলাম শান্তর সা‌থে ভিক‌টিমের প‌রিচয় হয়। ওই সূত্র ধ‌রে আসা‌মি ২০১৯ সা‌লের ২৯ জুন বিকেল সাড়ে ৪ টার দি‌কে মোবাইল ফোনের মধ‌্যমে ভিক‌টিম‌কে ডেকে নেয় শান্ত। সাহেবের কবর খানায় উভয় এক সাথে মি‌লিত হয়। সেখান থে‌কে ভিক‌টিম‌কে নেওয়া হয় মামলার অপর আসা‌মি নুরুন্নবীর সোনাডাঙ্গা থানাধীন বিহারী ক‌লোনীর ভাড়া বা‌ড়ি‌তে। প‌রে ভিক‌টিম‌কে ইচ্ছার বিরু‌দ্ধে ধর্ষণ ক‌রে শান্ত। শান্তর ভি‌ডিও‌টি ধারণ ক‌রে উপি‌স্থিত অন‌্যান‌্যর। প‌রে ভিক‌টিম‌কে ধারণকৃত ওই ভি‌ডি‌ওটি দেখি‌য়ে ভয়ভী‌তি দি‌য়ে অন‌্যান‌্যরা পালাক্রমে ধর্ষণ ক‌রে।
ধর্ষণ শে‌ষে আসা‌মিরা ভিক‌টিম‌কে প্রাণনা‌শের হুম‌কি দি‌য়ে সন্ধ‌্যার দি‌কে ছে‌ড়ে দেয়। প‌রে ঘটনা‌টি ভিক‌টিম বড়‌বোনকে খু‌লে ব‌লে। তা‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। ঘটনার প‌রেরদিন বড়‌বোন বাদী হ‌য়ে সোনাডাঙ্গা থানায় ৯ জন আসা‌মির নাম উ‌ল্লেখ মামলা দা‌য়ের ক‌রেন, যার নং ২২। একই বছ‌রের ১৩ ন‌ভেম্বর ১০ জন আসা‌মির নাম উ‌ল্লেখ ক‌রে মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ মমতাজুল হক আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। মামলা চলাকালীন ৩০ জনের ম‌ধ্যে ১৩ জন আদাল‌তে সাক্ষ‌্য প্রদান করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

অর্ণবের বাড়িতে শোকের মাতম, মা জানেন না সন্তানের হত্যাকাণ্ডের কথা

খুলনার ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম বহিস্কার

খুলনা সকল থানার ওসিকে অপসারণ চেয়ে বিএনপির ২৪ ঘন্টার আল্টিমেটাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।