চ্যানেল খুলনা ডেস্কঃখুলনায় ২০১১ সালের সেতু ডায়গনষ্টিকের ম্যানেজার ইউনুস আলী হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক রোজিনা আক্তার এ রায় দেন। যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলেন, মো: সোহেল শেখ, শেখ রুবায়েত হোসেন ওরফে রুবেল ও মো: সাব্বির হোসেন তপু।
এছাড়া আলামত ধ্বংসের অভিযোগে তিন জনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিছে আদালত। দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন রানা কবির, হাফিজুর রহমান, পঙ্কজ শীল। এসময় রানা কবীর ছাড়া অন্য আসামীরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ।মামলার বিবরণে জানা যায়, খুলনায় ২০১১ সালের ১৩ জুন সকালে সাউথ সেন্ট্রাল রোডের সেতু ডায়গনষ্টিক এর ম্যানেজার ইউনুস আলীকে জবাই করে হত্যা করে এক লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় আসামীরা। এই ঘটনায় নিহতের পিতা মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
খুলনা সদর থানার এসআই মোস্তাক মামলার তদন্ত শেষে ওই বছরের ৭ সেপ্টেম্বর ৬ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।