চ্যানেল খুলনা ডেস্কঃবর্তমান করোনা পরিস্থিতির প্রভাবে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এদের সাহায্যার্থে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বিএসও খুলনা কর্তৃক জিরোপয়েন্ট, লনণচরা, মাথাভাঙ্গা ও আশেপাশের এলাকায় ১৫’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, লবণ ও বিস্কুট। দরিদ্র মানুষজন এ খাবার পেয়ে অত্যন্ত খুশি হয় ও নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। খাদ্য বিতরণের পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য বোঝানো হয়।
মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট মংলার দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, মিঠাখালি, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ও বর্জনীয় শীর্ষক বিভিন্ন ব্যানার ও ফেস্টুন স্থাপন করে। এছাড়া মোংলা উপজেলার বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসনের ১৪৬৯টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা প্রদানসহ নিয়মিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
করোনা প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, আমতলী, বামনা ও তালতলী এলাকায় নিয়মিত টহল প্রদান করে। উপজেলা সমূহের বিভিন্ন স্থানে ১৫০টি সচেতনতা মূলক লিফলেট বিতরণ করে। সাধারণ জনগণকে গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
সরকার নির্ধারিত সময়ের পর সকল বাজার, দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠান বাধ্যতা মূলকভাবে বন্ধ রাখতে ও নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে এবং ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য পেশাজীবিদের বোঝানো হয়।