খুলনা জেলার সদরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ এর নেতৃত্বে “বিএসটিআই আইন, ২০১৮” অনুযায়ী সোমবার (২০ নভেম্বর) নগরীতে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে ২টি প্রতিষ্ঠানে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যাতিরেকে বিস্কুট পণ্যে মানচিহ্ন ব্যবহার করার অপরাধে এবং সিএস লাইসেন্স গ্রহণ ব্যাতিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যে মানচিহ্ন ব্যাবহার করায় বিএসটিআই আইন ২০১৮ এর ১৫/২৭ ও ১৫(১)/২৭ ধারায় জরিমানা করা হয়
জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো নগরীর খালিশপুর থানার বৈকালী বাজারের এম এম বেকারী ও নেভি চেকপোস্টের বিকেবি বেকিং স্কুল।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন খুলনা বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) নাঈর আউসাফ রহমান। নাঈর আউসাফ রহমান বলেন, জনস্বার্থে খুলনা বিএসটিআই’র এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।