চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় ২১জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে বলে সরকারিভাবে শিকার করা হয়েছে। তবে এর বেশিরভাগই ঢাকা থেকে আসা রোগী। যারা চিকিৎসা নিয়েই ভাল হয়েছেন। ঢাকায় রেফার্ড করা হয়েছে দু’জনকে। তবে এতে আতংকিত হওয়ার কিছু নেই উল্লেখ করে খুলনার সিভিল সার্জন ডা: এএসএম আব্দুর রাজ্জাক বলেন, জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ অথবা হাসপাতালে ভর্তি হতে হবে।
সিভিল সার্জন বলেন, সিভিল সার্জনের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে এ পর্যন্ত খুলনা মহাগনরীসহ জেলায় ২১জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। যার অধিকাংশই ঢাকা থেকে জ্বর নিয়ে আসা রোগী। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১১জনসহ বাকীরা অন্যান্য প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়। সিভিল সার্জন বলেন, ডেঙ্গুতে আতংকিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু বা চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর। যা এডিস নামক মশা থেকে ছড়ায়। এডিস মশার বংশ বিস্তার যাতে না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে দিনের বেলায়ও মশারী টানিয়ে ঘুমাতে হবে।