চ্যানেল খুলনা ডেস্কঃবছর শেষ হতে দুদিন বাকি। বছরের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে এ দশকও। পরিসংখ্যান অনুযায়ী, ক্রিকেট বিশ্বে গত এক দশকে সবচেয়ে সফল ব্যাটসম্যান বিরাট কোহলি। এ সময়ে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরিসহ প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন তিনি। ডি-ভিলিয়ার্স, ওয়ার্নার, স্মিথরাও খেলেছেন দুর্দান্ত। দশক শেষে সফল ব্যাটসম্যানদের নিয়েই আলোচনা হচ্ছে বেশি। জেনে নিন ব্যর্থদের সম্পর্কেও। গত এক দশকে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়াদের চিনে নিন।
টেস্ট
গত দশকে টেস্টে সবচেয়ে বেশি ডাক মারা ক্রিকেটারদের পাঁচজনই অবশ্য বোলার। তাদের মূল কাজ দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কুপোকাত করা। ফলে ব্যাট হাতে দল তাদের কাছে তেমন কিছু আশাও করে না। তারপরও দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নামতে হয় তাদের। গত দশকে টেস্টে সবচেয়ে বেশি ডাক মেরেছেন ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ড ব্রড। তিনি ১১১ টেস্টের ১৬৪ ইনিংস ব্যাটিং করেছেন। তার ডাক সংখ্যা ৩৩। তালিকার দ্বিতীয় স্থানেও ইংলিশ ক্রিকেটার। ইংল্যান্ডের তারকা বোলার জেমস অ্যান্ডারসন ১০৬ টেস্টের ১৫২ ইনিংস ব্যাটিং করে শূন্য রানে আউট হয়েছেন ২৫ বার। ভারতীয় বোলার ইশান্ত শর্মা ৭৭ টেস্টের ১০২ ইনিংসে ডাক মেরেছেন ২৪টি। ২৮ টেস্টের ৫০ ইনিংসে লঙ্কান ক্রিকেটার নুয়ান প্রদীপের ডাক সংখ্যা ১৮টি। এছাড়া প্রোটিয়া বোলার মরনে মরকেলও ডাক মেরেছেন ১৮টি। মরকেল ব্যাট হাতে নেমেছেন ৬৭ টেস্টের ৭৮ ইনিংসে।
ওয়ানডে
ওয়ানডেতে গত এক দশকে সর্বোচ্চ ডাক মারার তালিকায় ব্যাটসম্যানদের আধিপত্যই বেশি। এ তালিকায় বিরাট কোহলি, গাপটিল ও মোহাম্মদ হাফিজের মতো ব্যাটসম্যানদের নাম রয়েছে। গত দশকে ওয়ানডেতে সর্বোচ্চ ডাক মেরেছেন লঙ্কান বোলার লাসিথ মালিঙ্গা, ১৬২ ওয়ানডেতে তার ডাক সংখ্যা ২০টি। ১৫৭ ম্যাচে গাপটিলের ডাক সংখ্যা ১৫টি। অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৯৬ ম্যাচে ডাক মেরেছেন ১৪টি। ১৭০ ম্যাচে মোহাম্মদ হাফিজ শূন্য রানে আউট হয়েছেন ১৩ বার। তালিকার পাঁচ নম্বরে রয়েছেন এ দশকের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ২২৭ ম্যাচে হাফিজের সমান ১৩টি ডাক মেরেছেন তিনি।
টি-টুয়েন্টি
গত এক দশকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ডাক মেরেছেন উমর আকমল। ৮১ টি-টুয়েন্টিতে ১০টি ডাক মেরেছেন তিনি। আইরিশ ব্যাটসম্যান কেভিন ও’ব্রেইন ৮১ টি-টুয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন ৯ বার। তালিকার তিন নম্বরে রয়েছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। মাত্র ৪৬ টি-টুয়েন্টি ম্যাচে ৮ বার ডাক মেরেছেন তিনি। এছাড়া থিসারা পেরেরা ও পল স্টার্লিংও ৮ বার করে ডাক মেরেছেন। পেরেরা ও স্টার্লিং খেলেছেন যথাক্রমে ৭৯ ও ৭১টি টি-টুয়েন্টি।