ভারতের পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা ক্রমেই বৃদ্ধির কারণে বিচরণভূমি বাড়ানো হচ্ছে। নতুন করে উত্তরের এই জাতীয় উদ্যানে ৩০০ হেক্টর জমিতে গন্ডারের জন্য তৃণভূমি তৈরি হচ্ছে।সোমবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, জলদাপাড়ায় দ্রুত গন্ডারের সংখ্যা বাড়ছে। সবশেষ শুমারিতে উত্তরের এই জাতীয় উদ্যানে ২৯২টি গন্ডার পাওয়া গেছে। এদের মধ্যে ১০১টি পুরুষ এবং ১৩৪টি স্ত্রী গন্ডার ছিল।
জলদাপাড়া জাতীয় উদ্যানের আয়তন প্রায় ২১৬ বর্গ কিলোমিটার। এই বনাঞ্চলের প্রায় অর্ধেক এলাকায় গণ্ডারের বসবাসের পরিবেশ রয়েছে। কিন্তু গণ্ডারের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় সেখানে বিচরণভূমি বৃদ্ধি করা হচ্ছে। দুই মাস আগে এই কাজ শুরু হয়েছে। বর্তমানে তৃণভূমি তৈরির কাজ শেষের দিকে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে এই তৃণভূামি গণ্ডারে জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও সন্দীপ বেরওয়াল জানান, জলদাপাড়া জাতীয় উদ্যানের উদ্যানে প্রায় ৩০০ হেক্টর জমিকে গন্ডারের বসবাসের উপযোগী করে গড়ে তোলার কাজ চলছে।