সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
গন্ডার বাড়ছে পশ্চিমবঙ্গে | চ্যানেল খুলনা

গন্ডার বাড়ছে পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা ক্রমেই বৃদ্ধির কারণে বিচরণভূমি বাড়ানো হচ্ছে। নতুন করে উত্তরের এই জাতীয় উদ্যানে ৩০০ হেক্টর জমিতে গন্ডারের জন্য তৃণভূমি তৈরি হচ্ছে।সোমবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, জলদাপাড়ায় দ্রুত গন্ডারের সংখ্যা বাড়ছে। সবশেষ শুমারিতে উত্তরের এই জাতীয় উদ্যানে ২৯২টি গন্ডার পাওয়া গেছে। এদের মধ্যে ১০১টি পুরুষ এবং ১৩৪টি স্ত্রী গন্ডার ছিল।

জলদাপাড়া জাতীয় উদ্যানের আয়তন প্রায় ২১৬ বর্গ কিলোমিটার। এই বনাঞ্চলের প্রায় অর্ধেক এলাকায় গণ্ডারের বসবাসের পরিবেশ রয়েছে। কিন্তু গণ্ডারের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় সেখানে বিচরণভূমি বৃদ্ধি করা হচ্ছে। দুই মাস আগে এই কাজ শুরু হয়েছে। বর্তমানে তৃণভূমি তৈরির কাজ শেষের দিকে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে এই তৃণভূামি গণ্ডারে জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও সন্দীপ বেরওয়াল জানান, জলদাপাড়া জাতীয় উদ্যানের উদ্যানে প্রায় ৩০০ হেক্টর জমিকে গন্ডারের বসবাসের উপযোগী করে গড়ে তোলার কাজ চলছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

মিশরে খোঁজ মিলল আরেক ফেরাউন রাজার সমাধি, ভেতরে যা ছিল

কোন কোন দেশে সুগার ড্যাডির সংখ্যা বেশি?

ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদি

নিজের ধর্ষণের বর্ণনা শুনিয়ে মার্কিন হাউসকে হতবাক করলেন ন্যান্সি

পাঁচ দফায় মুক্ত ৫৫০ ফিলিস্তিনি ও ১৮ ইসরাইলি জিম্মি

বাইডেনের নিরাপত্তা প্রত্যাহার করলেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।