শুক্রবার (১১ ডিসেম্বর) ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিন অনুমোদনের পর এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। গর্ভবতী ও এখনো শিশুদের দুধ পান করাচ্ছেন এমন নারীদেরকে রাখা হয়েছে ভ্যাকসিন প্রার্থীদের তালিকায়।
১৬ বছর ও তার বেশি বয়স্কদের জন্য ভ্যাকসিনটি অনুমোদন দিয়েছে এই সংস্থা। একই সাথে গর্ভবতী নারীদের উপর এই ভ্যাকসিন দেয়ার ফলাফলের সর্বশেষ প্রতিবেদনও হালনাগাদ করতে বলা হয়েছে ফাইজারকে।
উল্লেখ্য, এখন পর্যন্ত কোন গর্ভবতী কিংবা দুধ পান করাচ্ছেন এমন কোন নারীর উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়নি। গর্ভবতী নারীদের নিরাপত্তা বিষয়ে কোন প্রশ্ন না উঠলেও যুক্তরাজ্য এখনো তাদেরকে ভ্যাকসিন দেয়ার বিষয়ে অনুমতি দেয়নি।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এই বিষয়ে অনুমোদন না দিলেও একটি উপদেষ্টা কমিটি গঠন করে দিয়েছে। যারা এই সপ্তাহেই খাদ্য ও ওষুধ প্রশাসনের সাথে সাক্ষাৎ করে পরবর্তী নির্দেশনা দিবেন।