বারাকপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গাজী জাকির হোসেন এর ভাই গাজী জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার দুপুর ১টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
গাজী জাহাঙ্গীর হোসেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বারাকপুর ইউনিয়নের প্রতিনিধি ছিলেন এবং বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী মঙ্গলবার ঢাকার ল্যাব এইড হাসপাতালে প্রয়াত গাজী জাহাঙ্গীর হোসেনকে দেখতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।