সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
গুরুতর অসুস্থ খুলনা বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলমকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়েছেঃ তার আরোগ্য কামনা করছেন খুলনার চিকিৎসক সমাজ | চ্যানেল খুলনা

গুরুতর অসুস্থ খুলনা বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলমকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়েছেঃ তার আরোগ্য কামনা করছেন খুলনার চিকিৎসক সমাজ

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনার প্রখ্যাত চিকিৎসক নেতা, চিকিৎসক সমাজের সংগ্রামী মুখপাত্র ডা. শেখ বাহারুল আলম গুরুতর অসুস্থ। তাঁর জন্য দোয়া প্রার্থনা চেয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) খুলনা শাখা। দল মত নির্বিশেষে তিনি সকলের প্রিয় । অবিস্মরনীয় তাঁর জনপ্রিয়তা। চিকিৎসক ও রোগীদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে তিনি ছিলেন নির্ভিক সৈনিক। কখনো কারও পরোয়া না করে সত্যর পক্ষে তিনি ছিলেন সোচ্চার।

বিশিষ্ট চিকিৎসক নেতা ডা.শেখ বাহারুল আলম কে জরুরী ভিত্তিতে এয়ার এম্বুলেন্স করে ঢাকা বসুন্ধরায় নামানো হয়েছে। সেখান থেকে আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তি করা হবে বলে জানা যায়।

চিকিৎসক নেতা ডা. শেখ বাহারুল আলম এর দ্রুত সুস্থতা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিবৃতি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি
ডা. গাজী মিজানুর রহমান। সহ-সভাপতি বৃন্দরা হলেন ডা. আর. কে. নাথ, ডা. মো. বোরহান উদ্দিন আহমেদ, ডা. এম.আর. খান, ডা. মো. মোস্তাফা কামাল। সাধারণ সম্পাদক ডা. মো. সওকাত আলী লস্কর, যুগ্ম-সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক ডা. এম. বি. জামান, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজি হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক ডা. মো. মাহমুদ হাসান লেনিন, প্রচার সম্পাদক ডা. গৌতম রায়, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, সাংস্কৃতিক সম্পাদক ডা. অপু লরেন্স বিশ্বাস, সমাজ কল্যান সম্পাদক ডা. মো. আব্দুস সবুর। এছাড়া সম্মানিত সদস্য বৃন্দরা হলেন ডা. মো. শরাফত হোসেন, ডা. মো. বজলুল হক, ডা. মো. সোলায়মান, ডা. সৈয়দা জাহানারা মাহমুদ, প্রফেসর ডা. মনোজ কুমার বোস, ডা. কানিজ ফাহমিদা, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. স্বপন কুমার হালদার, ডা. চন্দন কুমার সাহা, ডা. মো. রিয়াজ শাহীদ দিপু, ডা. বিশ্বজিৎ সরকার ও ডা. মোস্তফা-আল-মামুন সহ সকল সম্মানিত সদস্যবৃন্দ ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

নতুন নিয়ম, সর্বোচ্চ তিনবার দেওয়া যাবে বিসিএস পরীক্ষা

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

দুর্গা প্রতিমা ভাঙচুর, কলেজ ছাত্রলীগ সভাপতির ভাই গ্রেফতার

পার্বত্য চট্টগ্রামে উত্তেজনাকর পরিস্থিতির বর্ণনা দিল আইএসপিআর

পাইকগাছায় বাঁধ ভেঙে প্লাবিত ১৩ গ্রাম

সারাদেশে বন্যায় ৪ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।