চ্যানেল খুলনা ডেস্কঃ গোপালগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৯জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো সংখ্যা দাড়ালো ১৫৭ জনে। এর আগে গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ১২১ জন।
গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ জানান, ইতালি, চীন, সিংগাপুরসহ ১২টি দেশ থেকে সম্প্রতি বাড়ী ফেরা প্রবাসীদের খোঁজ নিয়ে ১৬০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে ৩ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে আশঙ্কামুক্ত হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৫৭ জন। এর মধ্যে দুই স্থানীয় বাকীরা বিদশে ফেরত।
স্বাস্থ্যকর্মীরা সব সময়ই তাদের বিষয়ে খোঁজ খবর রাখার পাশাপশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। বিদেশ ফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানার অভিযোগ উঠেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। তবে বিদেশ ফেরতরা যাতে হোম কোয়ারেন্টাইনের নিয়ম মানে সেজন্য ব্যবস্থা নেয় হয়েছে বলেও আরো জানান তিনি।