খুলনা জিলা স্কুল সাবেক শিক্ষার্থীদের সংগঠন “গোল্ডেন জেনারেশন অব কেজেডএস” এর আয়োজনে নগরীর জিলা স্কুল মোড়ে অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরনের মাধ্যমে ৬ দিনের মানবিক কর্মসূচী উদ্বোধন করেন খুলনা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী দৈনিক পূর্বাঞ্চল সংবাদপত্রের সম্পাদক মোহাম্মদ আলী সনি। আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম। ৬ দিনের মানবিক কর্মসূচীর মধ্যে ৬০০ মানুষের মাঝে ইফতার এবং ৫০জনের মাঝে ঈদ বাজার ও ১০০ এতিমদের মাঝে ঈদ উপহার বিতরন করবে সংগঠনটি।
ইবনুল হাসানের সভাপতিত্বে ও মোস্তাকীন রাফাতের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান শিক্ষার্থী শাহরিয়ার রোহান ,সাজ্জাদ অভী, হাসানুল সাকি, মেহেদী হাসান পান্না, জহুরুল তানভীর, ইমতিয়াজ ইফতি, লাবিব, প্রথম চৌধুরী, অভিজিৎ রাহুল, সাদাফ, সিফাত, রাহামসহ প্রমুখ। সভাপতির বক্তব্যে ইবনুল হাসান বলেন-“ খুলনা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী হিসেবে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই আমাদের এ কর্মকান্ড পরিচালনা করছি।” সংগঠনের পক্ষে তানভীর বারী হামিম জানান – “জিলা স্কুলের ৬টি ব্যাচের পক্ষ থেকে আমরা এ মানবিক কর্মসূচী শুরু করেছি, জিলা স্কুলের ইতিহাসে এই প্রথম কয়েকটি ব্যাচ মিলে একত্রিত হয়ে কার্যক্রম শুরু করেছি, সকলের কাছে দোয়া প্রর্থনা করছি, যাতে এই ধারা আমরা অব্যাহত রাখতে পাড়ি।-প্রেস বিজ্ঞপ্তি