সাতক্ষীরা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ১০ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। প্রতিরোধে জেলা প্রশাসানের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ও মানুষের জানমালের নিরাপত্তায় জেলার ২৭০টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।
এছাড়াও ১২শ স্কুল-কলেজ বিকল্প আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে। ছুটি বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। দুর্যোগকালীন জরুরী সাড়াদানের জন্য প্রত্যেক উপজেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ সেল।
সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি উপজেলাবুলবুল এর প্রভাব বেশি দেখা যাচ্ছে এবং এখানে প্রচুর বৃষ্টি এবং হালকা ঝড়ো হাওয়া বইছে, সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন আমাদের উপকূলে বুলবুল আঘাত হানবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি তবে আমরা বিষয়টি উড়িয়ে দিচ্ছি না সেজন্য শ্যামনগর ও আশাশুনি মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।