খুলনার পথের বাজারে সাউথ এশিয়ান প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামি জাফরিনের নেতৃত্বে প্রতিষ্ঠানের ম্যানেজারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। রোববার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে প্রতিষ্ঠানের প্রধান ফটক দিয়ে জোরপূর্বক প্রবেশ করে তারা।
সাউথ এশিয়ান প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার ম্যানেজার গোলাম সরওয়ার জানান, রাত ৯ টা ৩০ মিনিটের দিকে জাফরিনসহ কয়েকজন জোর করে প্রবেশ করে। তারা কারখানার প্রধান ফটকে নিরাপত্তাকর্মীকে হুমকি-ধামকি দিয়ে প্রবেশ করে। এরপর আমার অফিস কক্ষে সামনে এসে গালিগালাজ ও চেঁচামেচি করতে থাকে। বিষয়টি টের পেয়ে আমি অন্য কক্ষে অবস্থান নিই। তারা পরে আমার বাসায় যায় এবং পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করে। আমি এখানো অবরুদ্ধ অবস্থায় রয়েছি।
পরে এলাকাবাসি ম্যানেজার গোলাম সরওয়ারকে উদ্ধার করে এবং জাফরিনকে পুলিশের হাতে তুলে দেয়।
এর আগে গত কয়েকদিন ধরে জাফরিন মোবাইল কল করে চাঁদা দাবি করে। আজ বিকালে একটি মোবাইল নাম্বার থেকে আমার নাম্বারে ম্যাসেজ পাঠানো হয়েছে। তাতে লেখা ছিল “’আপনি খেলা শুরু করেছেন আমি শেষ করব ইনশাল্লাহ রেডি থাকেন।”
এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন খান বলেন, থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। জাফরিন বর্তমানে থানায় আটক আছে।