সারাদেশে একযোগে উদ্বোধনের ২৬ দিনে ১৯ হাজার এরও বেশি মানুষ করোনা টিকা নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে জেলায় প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণকারী ব্যক্তি ও নিবন্ধনকারীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
বৃহস্পতিবার পর্যন্ত জেলার ৫ উপজেলায় এসব টিকা নিয়েছেন।বৃহস্পতিবার পর্যন্ত জেলায় টিকা গ্রহনের জন্য নিবন্ধন করেছেন ২৬ হাজার ১৬২ জন।
সিভিল সার্জন জানান,বৃহস্পতিবার পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮২৪ জন। শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮০৮ জন,যা প্রায় ৯৮ শতাংশের বেশি। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।
তিনি আরো জানান, জেলায় এখন চিকিৎসাধীন অবস্থায় ২ জন করোনা রোগী রয়েছে।আক্রান্ত রোগীর একজন সদর উপজেলার ও অন্যজন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় এই মূহুর্তে করোনা আক্রান্ত রোগী নেয় বলে জানান তিনি।
সিভিল সার্জন অফিস জানায়, টিকা গ্রহীতাদের মধ্যে সর্বোচ্চ রয়েছে সদর উপজেলায়। এছাড়া শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ও টিকা গ্রহন করেছেন। সব মিলিয়ে টিকা গ্রহনের সংখ্যা ১৯ হাজারেরও বেশি।
এরমধ্যে জেলায় নিবন্ধকারীদের মধ্যে টিকা গ্রহনের হার ৭৪ শতাংশ।সদর উপজেলা,গোমস্তাপুর উপজেলা,শিবগঞ্জ উপজেলা নাচোল উপজেলা এবং ভোলাহাট উপজেলায় টিকা গ্রহনের হার যথাক্রমে ৭৫ শতাংশ,৭৪ শতাংশ,৭১শতাংশ, ৭০ শতাংশ এবং ৭৪ শতাংশ।
উল্লেখ্য, চলতি মাসের ৭ তারিখ থেকে করোনা টিকা দেয়া শুরু হয়।