বাগেরহাটের চিতলমারী থানা পুলিশের উদ্যোগে বৈধ কাগজপত্রসহ হেলমেট পড়ে ও মুখে মাক্স নিয়ে চলাচলকারী মোটর সাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। একই সাথে যারা কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটর বাইক চালাচ্ছেন তাদের সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত চিতলমারী থানার নবাগত অফিসার ইনচার্জ এ,এইচ, এম কামরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম সদর বাজারের শহীদ মিনার সংলগ্ন রাস্তায় এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের আয়োজন করেন। এ সময় বৈধ কাগজপত্র, হেলমেট ও মুখে মাস্ক থাকা প্রায় শতাধিক মোটর বাইক চালককে একটি করে রজনীগন্ধার স্টিক দেওয়া হওয়া হয়। থানা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম কামরুজ্জামান বলেন, আমরা ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে সকলকে বৈধ ভাবে মোটর বাইক চালানোর জন্য অনুপ্রানিত করছি। যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।