বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলীর পিতা ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলামের চাচা মোঃ আমির আলী শেখ (১০৫) বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৬.৩০ টায় তার নিজ বাড়ি আড়ুয়বর্নীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বিকাল ৫.৩০ টায় আড়ুয়াবর্নী আহলে হাদিস ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। অনুরূপ বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি , ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ- সভাপতি শেখ নিজাম উদ্দীন, ইঞ্জিনিয়ার শেখ রফিকুল ইসলাম তাপস, যুগ্ম- সাধারণ সম্পাদক, অবনী মোহন বসু, মোঃ শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক এস এম এ সোয়েল, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা মিয়া, দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্ম, কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরৎ চন্দ্র মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, যুগ্ম- আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শেখ মাহাতাবুজ্জান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ