বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিতলমারীতে অনুষ্ঠিত আট দলীয় ফুটবল টুর্ণামেন্টে শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদল টিম চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১ টায় চ্যাম্পিয়ন দলের খেলোয়ারদের সাথে নিয়ে শেরে ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর হাতে ট্রফি তুলে দেন। কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শহীদ মীর ও সদস্য সচিব ইমরান মিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি আক্কাজ আলী, সহকারী অধ্যাপক মঈনুদ্দীন শেখ, মোঃ খায়রুল ইসলামসহ কলেজের অধ্যাপকমন্ডলী ও কলেজ ছাত্রদলের বি়ভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ দিকে আট দলীয় ফুটবল টুর্ণামেন্টে শেরে বাংলা ডিগ্রি কলেজ বিজয়ী হওয়ায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপি নেত্রী রুনা গাজী।