বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে উপজেলা ছাত্রদল ও শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় কলেজ গেটে এ মাবনবন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বিভিন্ন সময়ে ছাত্রদলের নেতাকর্মীদের গুম, নির্যাতন-নিপিড়নের প্রতিবাদ ও বিচার বহির্ভুত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবী জানান।
মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি স্বাধীন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুস, সদস্য সচিব এলাহি মোল্লা, শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদ মীর, সদস্য সচিব ইমরান মিরাজ, যুগ্ম- আহবায়ক আজমল হোসেন আজিম, আবুল হাসান, হিজলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী সোহাগ, সাধারণ সম্পাদক কাজী সাব্বির, কলতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল শেখ, বড়বাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সন্তোষপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফাসহ চিতলমারী উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।