বাগেরহাটের চিতলমারীতে করোনা প্রতিরোধে কঠোরতম লকডডাউনের দ্বিতীয় দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা ও সেনাবাহিনীর পৃথক পৃথক ভাবে চিতলমারী সদর বাজার, নালুয়া, কলাতলা, কুনিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেণ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা চিতলমারী সদর বাজারে সরকারী বিধিনিষেধ অমান্য করায় ৪ ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নামে ৪ টি মামলা দায়ের করে ১ হাজার ৯ টাকা জরিমান আদায় করেণ।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী বলেন, কঠোরতম লকডডাউন চলাকালে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারী বিধিনিষেধ অমান্য তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও তিনি সকলকে করোনা প্রতিরোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।