বাগেরহাটের চিতলমারীতে রাতের আধারে এক মৎস্য চাষির ঘেরে বিষ প্রয়োগ করে রেনু পোনাসহ বিভন্ন ধরণের মাছ নিধন করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষি চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুন) দিবাগত রাতে উপজেলার শিবপুর মধ্যপাড়া গ্রামের সুবোধ কুমার ম-লের ছেলে সুজিত কুমার ম-লের শিবপুর-কলিগাতী রাস্তার পাশে অবস্থিত মৎস্য ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। এতে ওই চাষির প্রায় ৮০ হাজার টাকার মাছ মারা যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ চাষি সুজিত কুমার ম-ল বাদি হয়ে শনিবার (২৫ জুন) দুপুরে চিতলমারী থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, চিংড়ি ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।