বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে অনস্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ও ওয়ালটন শো-রুম মেসার্স সনি কর্ণারের সহযোগিতায় ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শেরে বাংলা কলেজ চত্বরে টুর্ণামেন্টটির উদ্বোধন করেণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ বেল্লাল হোসেন, অধ্যক্ষ স্বপন কুমার চৌধুরী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, সনি কর্ণারের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর মুন্সী, কলেজ ছাত্রলীগ সভাপতি আবু তালেব মোল্লা, অনস্টার স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান প্রমুখ।