চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে চির নিদ্রায় শায়িত হলেন প্রবীণ রাজনীতিবীদ, বীর মুক্তিযোদ্ধা ও চিতলমারী সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ গিয়াস উদ্দিন।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের নের্তৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও চিতলমারী উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ মরহুমের মরদেহে শ্রদ্ধা জানান। এর পরপরই চিতলমারী উপজেলা আওয়ামী লীগ, চিতলমারী উপজেলা ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাস, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বেল্লাল হোসেন, শেখ নিজাম উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম তাপস, য্গ্মু-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, শামীম আনোয়ার বাবু, অবনী মোহন বসু, কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ বাদশা মিয়া, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সধারণ সম্পাদক ওলিউজ্জামান জুয়েল, চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ ম-ল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, চিতলমারী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ।
জানাযা নাম ও শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ১০ টায় বর্ষিয়াণ এই রাজনীতিবীদ শেখ গিয়াস উদ্দিনকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।