সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জের নারীসহ আহত-৪ | চ্যানেল খুলনা

চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জের নারীসহ আহত-৪

বাগেরহাটের চিতলমারীতে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে নারীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রেখা বসু (৪৫) নামে একজনকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, উপজেলার পিপড়ারডাঙ্গা গ্রামের মৃত-চিত্ত রঞ্জন রায়ের ছেলে হরিদাস রায়ের সাথে প্রতিবেশী কৃষ্ণ রায়ের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কৃষ্ণ রায় ও বিপ্লব রায়ের নেতৃত্বে ৫-৬ জন মিলে হরিদাস রায়ের ওপর হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা হরিদাসের কাকী রেখা বসু, কাকা দিপক বসু ও কাকাতো ভাই দেবা বসুর ওপরও হামলা চালানো হয়। এ সময় স্থানীয়রা রেখা বসুকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় হরিদাস রায় বাদী হয়ে চিতলমারী থানায় কৃষ্ণ রায়, বিপ্লব রায়, গগন রায়, বিকাশ রায়, পলাশ রায় ও অজ্ঞাতনামা আরো ২-৩ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

হামলার ঘটনা অস্বীকার করে কৃষ্ণ রায় বলেন, পূর্ব বিরোধের জেরে হরিদাসের সাথে সামান্য হাতা-হাতি হয়েছে। কোন প্রকার হামলা করা হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টা চলছে।

এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান জানান, পিপড়ারডাঙ্গার হরিদাস রায়ের ওপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ন্দরবন মহিলা কলেজের গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান করলেন কৃষিবিদ শামীম

চিতলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা

রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা বাবুল খাঁনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রামপালে দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।