বাগেরহাটের চিতলমারীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্যদিয়ে বড়গুনী মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম সাফায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ সর্দার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার মন্ডল। এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষকম-লী, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।