বাগেরহাটের চিতলমারীতে তিন দিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলায় শিবপুর ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে কলাতলা ইউনিয়ন বিজয়ী হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় বিজয়ী দল ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা ও চিতলমারী অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, শেরে বাংলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া, ওলিউজ্জামান জুয়েল, কাজী আবু শাহীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আনোয়ার বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন মুন্সী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরা প্রমুখ। প্রসঙ্গত, উপজেলা প্রশাসনের উদ্যোগে ও চিতলমারী ক্রীড়া সংস্থার সহযোগিতায় শেরে বাংলা ডিগ্রি কলেজ চত্বরে তিন দিন ব্যাপী এ খেলায় উপজেলার ৭ ইউনিয়নের অনুর্ধ ১৭ এর খেলোয়াররা অংশ গ্রহণ করেন।