বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় ও চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আরএফ আইডি কার্ড ও স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সরবারহের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির আওতায় আনা হয়েছে। এলজিএসপি-৩ (বিবিজি) ২০২০-২১ প্রকল্পের অর্থায়নে ও চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ স্কুল দুটিকে ডিজিটাল প্রযু্িক্তর আওতায় আনা হয়।
বৃহস্পতিবার দুপুর ২ টায় চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ঝর্ণা আনুষ্ঠানিক ভাবে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায় ও চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র ম-লের হাতে শিক্ষার্থীর আইডি কার্ড ও স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ ম-ল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু প্রমুখ। মেসার্স নার্গিস এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ দুটি সম্পন্ন করে।