বাগেরহাটের চিতলমারীতে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের কল্যাণ ও শান্তি কামনায় তিন দিন ব্যাপী শুরু হয়েছে মহানাম যজ্ঞানুষ্ঠান। বৃহস্পতিবার (২ জুন) ভোর থেকে শ্রী শ্রী কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে আয়োজিত যজ্ঞানুষ্ঠানে দেশের স্বনামধন্য কীর্তন শিল্পীরা নাম সুধা পরিবেশন করছেন। চিতলমারী ছাড়াও বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার ভক্ত দর্শনার্থীরা এ যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। শ্রী শ্রী কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি প্রবীর সাহা জানান, বিগত বছরের ন্যায় এ বছরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ নাম সুধা আহরণ করতে এসেছেন। এবার কৃষ্ণ ভক্ত সম্প্রদায়, জয়গুরু সম্প্রদায়, সচিনন্দন সম্প্রদায়, গোকুল কৃষ্ণ সম্প্রদায়, শিশু কৃষ্ণ সম্প্রদায়, ও শিখাশ্রী সম্প্রদায় নাম কীর্তন পরিবেশন করছেন। তিনি আরো জানান, যজ্ঞানুষ্ঠানে আসা সকল ভক্তের জন্য মহা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।