বাগেরহাটের চিতলমারীতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান,আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট কালিদাস বড়ালের ২৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২০ আগস্ট) কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের উদ্যোগে কালিদাস বড়ালের সমাধীতে শ্রদ্ধা নিবেদন, শোক রেলী ও কলেজের নগেন্দ্র মধু-মালা মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় কলেজ অধ্যক্ষ স্বপন রায়ের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোজাফ্ফর আলী, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, থানার ওসি এএইস এম কামরুজ্জামান খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যাডভোকেট শম্ভুনাথ রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেনসহ শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত, ২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়ে সকাল সাড়ে সাতটার দিকে কালিদাস বড়ালকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।