বাগেরহাটের চিতলমারীতে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ গোয়ালে ৪ বছর ধরে পালন করা ২০ মণ ওজনের ‘রাজা বাবু’ নামের একটি গরু কোরবানি দেবেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দীন। পরম আদর-যতেœ পালন গরুটি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন ও বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়সহ শেখ পরিবারের নামে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসায় প্রতিদিনই সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামে চেয়ারম্যানের বাড়িতে অনেকেই দেখতে আসছেন ২০ মণ ওজনের ‘রাজা বাবু’ নামের এই গরুটিকে।।
সোমবার বিকাল ৪ টায় বারাশিয়া গ্রামে এ বৃহৎ আকৃতির গরুটি দেখতে যান বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, প্রচার সম্পাদক শোয়েল মোল্লা, দপ্তর, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবীন হীরা, সাবেক জিএস রাকিুবুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
এ ব্যাপারে শেখ নিজাম উদ্দীন জানান, নিজ গোলায়ে প্রায় ৪ বছর ধরে ‘রাজা বাব’ু নামের এই গরুটিকে তিনি পরম যতেœ লালন-পালন করেছেন। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি এই গরুটিকে প্রধানমন্ত্রীসহ শেখ পরিবারের অন্যান্য সদস্যদের নামে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো জানান, গত বছরও তিনি ‘চিতা পাহাড়’ নামে বৃহৎ আকৃতির একটি গরুও তিনি প্রধানমন্ত্রীসহ শেখ পরিবারের সদস্যদের নামে কোরবানি দিয়েছিলেন।