বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৮ টায় উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আমর হোসেন মিঠুর সঞ্চালনায় সম্মানিত অতিথির হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট টিভি নাটক ব্যক্তিত্ব বাদশা গাজী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমীক লীগের সহ-সভাপতি আসমত খান, বাগেরহাট জেলা ট্যাক্সি অটো রিক্সা ও অটো টেম্পু মালিক সমিতির সভাপতি ফজল উদ্দীন খান, সাধারণ সম্পাদক নান্নু মিয়া শেখ, ইমারত শ্রমিক নেতা রোকা শেখসহ উপজেলা ও ইউনিয়ন শ্রমীক লীগসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।