বাগেরহাটের চিতলমারীতে হাজার হাজার মতুয়া ভক্ত দর্শনার্থীদের অংশগ্রহনে তিনদিন ব্যাপী বার্ষিক হরিনাম মহাযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। চর বড়বাড়িয়া পূর্বপাড়ার বৈদ্যবাড়িতে মতুয়া ভক্তবৃন্দের আয়োজনে তিনদিন ব্যাপী এ বার্ষিক হরিনাম মহাযজ্ঞ উপলক্ষে হরিলীলামৃত পাঠ, হরিসংগীত, মহোৎসব ও কবিগানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বৈদ্যবাড়ি সর্বজনিন হরি মন্দিরের সভপতি সুরেশ চন্দ্র হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের সভাপতি মতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর। সম্মানিত অতিথি ছিলেন মতুয়ামাতা শ্রী সুবর্ণাদেবী ঠাকুর। অনুষ্ঠানের প্রথম দিনে মঙ্গলঘট স্থাপন করেণ বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মন্ডল।
তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার মতুয়া ভক্ত-দর্শনার্থী অংশগ্রহণ করেন।