বাগেরহাটের চিতলমারীতে হাজার হাজার মতুয়া ভক্ত দর্শনার্থীদের অংশগ্রহনে বিশ্ব মতুয়া পরিষদের ৩০ তম বার্ষিক মহোৎসব ও মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চপল্লী মতুয়া পরিষদের উদ্যোগে শুক্রবার (১ মার্চ) দিন ব্যাপী নতুন কালশিরা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে এ মহোৎসব ও মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় পঞ্চপল্লী বিশ্ব মতুয়া পরিষদের সভাপতি শংকর কুমার ব্রহ্মের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনয় পোদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ব মতুয়া পরিষদের কার্যকরি সভাপতি ডাঃ সুধাংশু শেখর মালাকার, শ্রীধাম জয়পুরের যোগ্য উত্তসুরি পরিক্ষিত গোসাই, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশ্ব মতুয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ প্রনব কান্তি সরকার, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মতুয়া বিভাষ কান্তি মন্ডল।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মতুয়া বাবুল ব্রহ্ম, ডেডেন কুমার ব্রহ্ম ও মুকুল চন্দ্র রাহা। দিন ব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার মতুয়া ভক্ত-দর্শনার্থী অংশগ্রহণ করেন।