চিতলমারী প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারীতে বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করার লক্ষে মৎস্য চাষীদের মধ্যে উন্নত প্রযুক্তির এরেটর মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এনএটিপি-২ প্রকল্পের আওতায় ভর্তুকিমূল্যে মৎস্য চাষীদের হাতে আনুষ্ঠানিক ভাবে এ এরেটর মেশিন তুলে দেওয়া হয় । উপজেলা পরিষদ চত্বরে এরেটর মেশিন বিতরণ কালে উপস্থিত ছিলেন চিতলামরী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ বাদশা মিয়া প্রমুখ।