চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে ভ্রাম্যমান আদালতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ধারা মতে চার ব্যক্তিকে নগদ ৮ হাজার টাকা জরিমান করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলার শৌলদাহ বাজার ও মধুমতি নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেণ চিতলমারী সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা। এ সময় শৌলদাহ বাজারের একটি দোকান থেকে ৭ হাজার মিটার কারেণ্ট জাল জব্দ করে পুরিয়ে ফেলা হয় ও ২ দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে মধুমতি
নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় অপর দুই জেলেকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ১০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যবৃন্দ ।