বাগেরহাটের চিতলমারীতে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চিতলমারী উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য সজল গোলদারকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক মোঃ শেখ মাহাতাবুজ্জামানের যুগ্ম স্বাক্ষর সম্বলিত প্রেসনোটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সজল গোলদার সম্প্রতি সংগঠন বিরোধী কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে দলের আদর্শ ও ভাবমূর্তি ক্ষুন্ন করে। এ বিষয়ে বুধবার (১৯ আগস্ট) উপজেলা আওয়ামী যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম প্রিয় নিউজ ২৪ ডট কম’কে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের সাথে জড়িত থাকার দায়ে সজল গোলদারকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও থাকে স্থায়ী ভাবেও বহিস্কারের সুপারিশ করা হয়।