চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট জেলার শাখার উদ্যোগে ঘুর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্থ বিভিন্ন ব্যক্তি, স্কাউটস টিম ও প্রতিষ্ঠানের মধ্যে ঘর মেরামত সহায়ক যন্ত্রপাতি ও নারী নেতৃদের মধ্যে উন্নতমানের হাইজিন পার্সেল প্রদান করা হয়েছে। বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ মোঃ কামরুজ্জামান টুকুর সার্বিক সহযোগিতায় ক্ষতিগ্রস্থদের হাতে এ সকল উপকরণ তুলে দেওয়া হয়।
গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, বাগেরহাট পৌর কমিশনার মোঃ শিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধরণ সম্পাদক অবনী মোহন বসু, প্রচার সম্পাদক শোয়ের মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ।