প্রদীপ মন্ডল :: বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রম, শ্রীপাঠ গঙ্গাচন্নায় দুই দিন ব্যাপী মহা হরিনাম যজ্ঞানুষ্ঠান লাখো ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বৈশ্বিক মহারমারি করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর অনুষ্ঠান না হওয়ায় এ বছর স্মরণযোগ্য কালের সব চেয়ে বেশি ভক্ত- দর্শনার্থীর উপস্থিতি লক্ষ করা গেছে।
শনিবার (১৬ এপ্রিল) রাত ১০ টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেণ বাংলাদেশ মতুয়া মহা সংঘের কার্যকরি সভাপতি ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী সুব্রত ঠাকুর। অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে ও অশ্বিনী সেবাশ্রমের সাধারণ সম্পাদক সঞ্জিবন গাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিধ পীযূষ কান্তি রায়, বিশেষ অতিথি ছিলেন জয়পুর তাঁরক ধামের উত্তরসুরী শ্রী পরিক্ষীৎ গোসাই, মাতা মিনাক্ষী দেবী, ওসি এ এইচ এম কামরুজ্জামান, ওসি (তদন্ত) মোঃ লিয়াকত আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, কলাতলা ইউপি চেয়ারম্যান শেখ বাদশ মিয়া, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে আগত ভক্ত-দর্শনার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট-১ আসনের জননন্দিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেণ অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়।
বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মন্ডল জানান, করোনা মহামারির কারণে গত দুই বছরে অশ্বিনী ধামে কোন প্রকার অনুষ্ঠান না হওয়ায় বিগত বছরগুলোর তুলনায় এ বছর কয়েকগুণ ভক্ত-দর্শনার্থী বেশি হয়েছে। এপার বাংলা- ওপার বাংলার লক্ষাধিক ভক্ত-দর্শনার্থী এ মহা হরিনাম যজ্ঞানুষ্ঠান অংশগ্রহণ করেন। এ সকল ভক্তদের সেবা প্রদান করার জন্য আশ্রমের পক্ষ থেকে সহ¯্রাধিক স্বেচ্ছাসেক নিরলস ভাবে কাজ করছেন। এলাকার সকল মানুষের আন্তরিকতা ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুন্দর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।