বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের পৃষ্ঠপোষকতায় ও ৩ নং হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চর শৈলদাহ গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেনে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শোয়েল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, সাবেক চেয়ারম্যান আজমীর কাজী, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হক টিপু, ইউপি সদস্য ওহিদুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী নওশের, কাজী নাজমুল ইসলাম ডালিমসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।