চিতলমারী প্রতিনিধি: বগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় ২১ আগস্ট গ্রেনড হামলা দিবস পালিত হয়েছে। স্বাস্থবিধি মেনে ও সামাজিক দূরুত্ব বজায় রেখে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকাল ১১ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ।
এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামল দিবসে শহীদ সকল নেতা কর্মীর আত্মার মাগফেরাত কামনা ও আহত সকলের প্রতি সহমর্মিতা জানিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ
বাবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ শেখ বাদশা মিয়া, শেখ বেল্লাল হোসেন, সুখময় ঘরামী,
যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, মোঃ শামিম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক শোয়েল মোল্লা. কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মিসেস হেলেনা পারভীন, শ্রমিকলীগ
সভাপতি শেখ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্ধসঢ়;বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহ্ধসঢ়;বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ।
সভা শেষে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।