খুলনার চুকনগরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সেনা কর্মকর্তা পরিচয় দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ।আটককৃত ব্যাক্তির নাম সাইদুল ইসলাম ফকির (৪০), তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের খেড়ুয়ারডাঙ্গা গ্রামের শাহাজান আলী ফকিরের ছেলে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চুকনগর বাসষ্ট্যান্ডের সুন্দরবন আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়েছে বলে ডুমুরিয়া থানা পুলিশ সূত্র জানায়।
পুলিশের দেয়া তথ্যে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে চুকনগর সুন্দরবন আবাসিক হোটেলে ওঠেন সাঈদুল, এরপর গত একটানা ২৩ দিন ধরে আবাসিক হোটেলে থাকা এবং তার চলাফেরার বিষয়টি পুলিশের নজরে আসে এক পর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওই হোটেলে অভিযান চালান।
এ সময় তাকে জিজ্ঞাসাবাদকালে তিনি নিজেকে প্রথমে সেনা কর্মকর্তা পরিচয় দিলেও তার স্বপক্ষে কোন পরিচয়পত্র বা প্রমানাদি দেখাতে না পারায় পুলিশ তাকে আটক করে। আটকের সময় তার কাছ থেকে ৪টি মোবাইল ফোন, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত ২টি মাস্ক, ২টি টি-শার্ট, ১সেট খেলাধুলার পোষাক, ১টি হাত ব্যাগ ও ৭/৮ জনের কাগজপত্র উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইদুল পুলিশের কাছে স্বীকার করেন যে, তিনি সেনাবাহীনিতে চাকরি করেন না। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে, মামলা নং-২৬। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান আটকের কথা স্বীকার করেছেন, তিনি বলেন শুক্রবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।