বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনা বিভাগীয় অফিস মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাদাত হোসেন এর নেতৃত্বে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮” অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত অভিযানে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানাকৃত প্রতিষ্ঠানটি হলো, চুয়াডাঙ্গা জেলার সদরের জয় গোপাল অয়েল এন্ড মুড়ি মিল। এ প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। খুলনা বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) নাঈর আউসাফ এবং রিদর্শক (মেট্রোলজি) মোঃ আবু সিয়াম।