বিএনপির কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগরীর আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশে এক বর্বর শাসন কায়েম করেছিল। কোনো অবস্থাতেই সেই শাসনের পুনরাবৃত্তি আর এই দেশে হতে দেওয়া হবে না। ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র ও জনতাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ পার পাবে না, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও জনতার রক্তের মধ্য দিয়ে আমরা এই দেশ নতুন করে স্বাধীন করতে পেরেছি। কোনো অবস্থাতেই এই অর্জন নস্যাৎ হতে পারে না।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় নগরীর নিরালা মোড়ে রক্তস্নাত দীর্ঘ সংগ্রাম ও ছাত্র জনতার গণ অভ্যূত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করার সকল অপচেষ্টা রুখতে এবং সাম্য ও নতুন বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে ২৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মনা বলেন, প্রশাসনে ফ্যাসিবাদের যত প্রেতাত্মা আছে, তাদের চিহ্নিত করতে হবে। যারা এই দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে, রাজপথে সাধারণ মানুষকে গুলি করে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে, সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
বিএনপি নেতা আরশাদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এড. আক্তার জাহান রুকু, আলহাজ্ব আক্তার হোসেন ফিরোজ, সৈয়দ আলী হাকিম, স ম হাফিজুল ইসলাম, অধ্যাপক সাইদুর রহমান, এ এল এম শাহ নেওয়াজ, আইয়ুব আলী খান, উপস্থিত ছিলেন, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদি, ফকরুল আলম, কে এম হুমায়ুর কবীর (ভিপি হুমায়ুন), মোল্লা ফরিদ আহমেদ, এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, শফিকুল ইসলাম শাহিন, বায়েজিদ হোসেন, রেজাউল করিম সাবু, সরোয়ার হোসেন, এবিএম জাকির হোসেন, আতিয়ার রহমান বাবু, হাসান আল মামুন বাপ্পি, আতিয়ার রহমান, নাঈম হাসিব, রিপন শিকদার, কাওসারী জাহান মঞ্জু, কাকলী খান, লায়লা বানু, বাদল শেখ, পলাশ, নজরুল ইসলাম, আজাদ হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন মনিরুজ্জামান মনি ও জিএম মঈন উদ্দিন। সমাবেশের শুরুতে স্কীনে দেশনায়ক তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রমেরামতের ৩১দফা জনগনের মাঝে তুলে ধরা হয় এবং বিএনপি নেতৃবৃন্দ মঞ্চ গ্যালারিতে বসেন।